Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেনারেল সার্টিফিকেট শাখা, বাগেরহাট
নাগরিক সেবা

ক্রমিক

নং

সেবারনাম

সেবাপ্রদানেরপদ্ধতি

সেবাপ্রদানেরসময়সীমা

নিদিষ্টসেবাপ্রদানেব্যর্থহলেপ্রতিকারেরবিধান।

০১।

যাবতীয় সরকারি/ আধাসরকারী/ স্বায়ত্তশাসিতসংস্থা/ প্রতিষ্ঠানসমূহেরঅনাদায়ীঅর্থআদায়।

সরকরী দাবী আদায় আইন ১৯১৩ সনেরপি ডি আর  এ্যাক্ট এর সার্টিফিকেট বিধান মোতাবেক অর্থ আদায় করা হয়।

আদালতের সন্তুষ্টির সাপেক্ষ্যে যতদ্রুত সম্ভব

মামলা দায়েরের সময় আইনগত কোন ত্রুটি পরিলক্ষিত হলে সার্টিফিকেট অফিসার দাবী সংশোধনের সুযোগ দিয়ে থাকেন।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

০১।দেওয়ানী আদালতের মাধ্যমে সরকারি পাওনা আদায়ে দীর্ঘসূত্রীতা, অর্থ অপচয়রোধ এবংসহজে ও অল্প সময়ে সরকারী পাওনা আদায়ের নিম্নিত্ত সবোর্পরি সরকারের উন্নয়নমূলক কমর্কান্ড অব্যাহত রাখার উদ্দেশ্য এ শাখার কাযর্ক্রম সরকারি দাবি আদায় আইন১৯১৩(১৯১৩সনের ব্যাঙল এ্যাক্টনং-৩দ্বারা পরিচালিত হয়ে থাকে)।

০২।সেবাগ্রহীতা‍ঃবিভিন্ন প্রত্যাশি সংস্থা।

০৩।সরকারি পাওনা বলতে নিম্নেক্ত পাওনা সমূহকে বুঝায়‍ঃ

ক) ভূমি রাজস্ব;

খ) ভূমি উন্নয়ন কর;

গ) আবগারীকর;

ঘ) রেজিষ্ট্রেশন ফিস;

ঙ) জরিমানা;

চ) সেচ কর;

ছ) প্রবেটের উপর কোর্ট ফি;

জ) আয়কর;

ঝ) প্রামোদকর;

ঞ) বন আইন মোতাবেক সরকারী পাওনা অর্থ;

ট) জরিপ আইন অনুসারে জরিমানা;

ঠ) পৌরকর;

ড) যে সকল পাওনা অন্য কোন আইনে রাজস্ব আদায় পদ্ধতিতে আদায়েযোগ্য বলে ঘোষনা  করা হয়ে থাকে

৪।সাটির্ফিকেট মামলার বিপরীতে নগদ অর্থসাটির্ফিকেট আদালত কতৃর্ক গ্রহণ করা হয়না।

৫।ঋণ খেলাপিদের বিরুদ্ধে সাটির্ফিকেট মামলা রুজুর পর তাদের নামীয় ইস্যূকৃত প্রসেসর সমূহ সংশ্লিষ্ট উপজেলা নিবর্হী অফিস এবং নেজারত শাখাজারী কারকের মাধ্যমে ন্যুণতম ৭ কাযদিবসে জারী করা হয়ে থাকে।

৬।খাতক গণের নামীয় গ্রেফতারী পরোয়ানা সমূহ থানার ভারপ্রাপ্ত কমর্কর্তাগণ কতৃর্ক তামিল করা হয়ে থাকে।

৭।জরুরিযোগাযোগ‍ঃজেনারেলসাটির্ফিকেটঅফিসার।

 

 

জেনারেলসার্টিফিকেট শাখার২০১১সালেরউন্নয়নকর্মকান্ডেরবিবরণঃ

ক) মোটসার্টিফিকেটমামলাদায়ের- ১৪৩৪টি, এবংনিষ্পত্তিকৃতমামলা- ২২০টি।


যোগাযোগ
জেলা প্রশাসকের কার্যালয়,বাগেরহাট।
ভারপ্রাপ্ত কর্মকর্তা