Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাগেরহাট

 

১৮৪২ সালে খুলনা মহকুমার অন্তর্গত একটি থানা।১৮৬৩ সালে যশোর জেলার অন্তর্গত একটি মহকুমা।১৯৮৪ সালের ২৩ ফেব্রুয়ারী  জেলায়  উন্নীত।

সাধারণ তথ্য

বাগেরহাট জেলার মোট আয়তন ৫৮৮২.১৮ বর্গ কিলোমিটার (১,৮৩৪.৭৪ বর্গকিঃমিঃ বনাঞ্চলসহ), লোকসংখ্যা ১৪,৭৬,০৯০ জন (২০১১ এর আদমশুমারী অনুযায়ী), পুরুষ ৭,৪০,১৩৮ জন, মহিলা ৭,৩৫,৯৫২ জন, উপজেলা ০৯ (নয়)টি, ইউনিয়ন ৭৫ (পঁচাত্তর) টি, গ্রামেরসংখ্যা ১,০৪৭ টি, মৌজারসংখ্যা ৭২০ টি, পৌরসভা ০৩ টি (বাগেরহাট, মোংলাপোর্ট, মোড়েলগঞ্জ, যথাক্রমে ক,খ,গ শ্রেণী), নদ-নদী ৩২টি, খাল ৫৪৭টি, বিল ৩২টি, মসজিদ ২৫১৪টি, মন্দির ৬৯৪টি, গীর্জা ১৮টি, বনাঞ্চল (সুন্দরবন) ১,৮৬৮.৯১ বর্গকিঃমিঃ, সমুদ্রবন্দর ০১টি (মংলাসমুদ্রবন্দর) ,ইপিজেড১টি(মোংলাইপিজেড)।

শিক্ষাতথ্য

বাগেরহাট জেলায় সাক্ষরতারহার ৭৪.৬২% (পুরষ ৭৬.৭৫%,মহিলা ৭২.৪৮%), শিক্ষারহার ৬৫%, প্রাথমিকবিদ্যালয় মোট  ১০৯০টি, মাধ্যমিকবিদ্যালয় ২৮২টি, নিম্নমাধ্যমিকবিদ্যালয় ৫০টি,কলেজিয়েট ০৬টি, মহাবিদ্যালয় ৩৩টি, মাদ্রাসা ২৪৫টি।

অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান: কারিগরী কলেজ-০১টি, পিটিআই-০১টি, ভিটিআই-০১টি, কারিগরী প্রশিক্ষণকেন্দ্র-০৪টি, কৃষি ও প্রযুক্তি কলেজ ০১টি, যুবপ্রশিক্ষনকেন্দ্র-০১টি, হোমিওপ্যাথিক কলেজ ০১টি, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-০১টি, শারীরিক প্রশিক্ষণকেন্দ্র ০১টি, সরকারি শিশুসদন-০২টি, আইন কলেজ-০১টি, টেক্সটাইল ট্রেনিং ইনস্টিটিউট- ০১টি।

স্বাস্থ্যতথ্য

বাগেরহাট জেলায় হাসপাতাল ১১টি, শয্যাসংখ্যা ৪১৫টি, (সদরহাসপাতাল-১০০শয্যা, ০৩টি ৫০শয্যা, ৫টি ৩১শয্যাবিশিষ্ট, মাতৃসদনকেন্দ্র ১০শয্যাবিশিষ্ট), ইউনিয়ন পরিবার কল্যাণকেন্দ্র      ৬২টি, জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৯%, নলকূপেরসংখ্যা ২০,০৫২টি, গভীরনলকূপ ৫,১৯৯টি (সচল-৫,১৪৩টি, অকেজো-৫৬টি), অগভীরনলকূপ ১৪,৮৫৩টি (সচল-১২,৯৩০টি, অকেজো-১,৯২৩টি), পিএসএফ ১৮৫৮টি (সচল-১৫০৮টি, অকেজো-৩৫০টি), ভিএসএসটি ১২২৮টি (সচল-১০৫০টি, অকেজো-১৭৮টি), এসএসটি ২,৬১৯টি(সচল-২৪৬৪টি, অকেজো-১৫৫টি), রেইনওয়াটারহারভেস্টিং ৮৮টি, স্যানিটেশনকভারেজ ১০টি।

কৃষিতথ্য

মোট জমির পরিমাণ ১,৭৪,৮২৪হেক্টর। আবাদী ১,৫৬,৩৮৮হেক্টর (ফসলীজমি ১,৩৩,৮৯৮ হেক্টর, ফলবাগান ২২,৪৯০হেক্টর), অনাবাদী/পতিত ৮,৯৭৮হেক্টর, স্থায়ীজলাবদ্ধজমি ৯,৪৫৮হেক্টর।

প্রধান উৎপন্ন ফসল: ধান, পাট, পান, কলা, নারিকেল, সুপারি, ডাল, আলু, তরমুজ, আখ ও শাকসবজি।

শিল্পতথ্য

সিমেন্টফ্যাক্টরী ০৪টি, এলপিজিপ্লান্ট ০২টি, ক্ষুদ্রশিল্প ৫৪২টি, কুটিরশিল্প ২,৩০২টি, বিসিকশিল্পনগরী ০১টি।

যোগাযোগব্যবস্থা

সড়কপথ ৫১৫০.৫০ কিলোমিটার, কাঁচাসড়ক ৩,৫০১ কিলোমিটার, আধাপাকাসড়ক ৫৮৮ কিলোমিটার, পাকাসড়ক ১০৬১.৫০কিলোমিটার, নদীপথ ৩৫৩ কিলোমিটার, রেলপথ ২১ কিলোমিটার(বর্তমানে পরিত্যাক্ত)।

রাজস্বতথ্য

উপজেলা ভূমি অফিস ০৯টি,ইউনিয়ন ভূমি অফিস ৪০টি(৩৯টি অফিস ও ০১টি ক্যাম্প), মৌজা ৭২৯টি, খানা ২,৭৫,২৪৬টি, কৃষি জমি ৩,৯২,৮৮০একর, অকৃষিজমি ৯৭,৩৫৯একর, অর্পিতসম্পত্তি ১৭,৬০৭.৯৭একর(ইজারাকৃত৫,৫৪২.৩৬একর,ইজারাবিহীন-১২,০৬৩.৬১ একর, ইজারাকেসসংখ্যা-৩,৬৫০টি), জলমহাল ৪৫১টি,উম্মূক্ত ২৫৯টি, ২০একরেরনীচেদ্ধ ১৭৭টি, ২০একরেরউর্ধেবদ্ধ ১৫টি,বালুমহাল ০৩টি, হাটবাজার ১৬০টি, খেয়াঘাট ৪৭টি (ক) আশ্রয়নপ্রকল্প ১১টি(ব্যারাকসংখ্যা-৭১টি, পূনর্বাসিতপরিবার-৭১০টি), (খ) আশ্রয়নপ্রকল্প(ফেইজ-২) ০৬টি(ব্যারাকসংখ্যা-১০৪টি, পূনর্বাসিতপরিবার-১০৪০টি)(গ) আশ্রয়নপ্রকল্প-২ ০২টি(ব্যারাকসংখ্যা-০২টি নির্মানাধীন), আদর্শগ্রাম(প্রকল্প-১ও২)আদর্শগ্রামেরসংখ্যা-১৫টি, পূনর্বাসিতপরিবারসংখ্যা-৬৭৩টি গুচ্ছগ্রামপ্রকল্প(সিভিআরপিপ্রকল্প)- প্রকল্পসংখ্যা ০৬টি, নির্মিতঘরেরসংখ্যা ১৮০টি পুনর্বাসিতপরিবারসংখ্যা ১৮০টি, পুকুর ৩৩,৭৫২টি, সরকারি ৩৫২টি, বেসরকারি ৩৩,৩৫০টি, খাস ৫০টি, চিংড়ীঘের ৪০,৭৪৬টি।

খাসজমিঃ

বিবরণ                    

পরিমাণ

বন্দোবস্তকৃত কৃষি খাসজমির পরিমাণ  (১৯৯৭ সালের নীতিমালার পূর্বে)             

২,৮৬৫.৩৬একর

বন্দোবস্তকৃত কৃষি খাসজমির পরিমাণ (১৯৯৭ সালের নীতিমালারপরে)             

১,৭২৩.৫৪একর

বন্দোবস্তকৃত কৃষি খাসজমির পরিমাণ (০১/০১/০৯ হতে ৩০-১১-১০ পর্যন্ত)         

২৮২.৮১একর

উপকার ভোগীর সংখ্যা (০১/০১/০৯ হতে ৩০-১১-১০পর্যন্ত )

১,০৬২টি

বর্তমানে বন্দোবস্তযোগ্য কৃষি খাসজমির পরিমাণ                                        

৬৪৬.৮৫একর

অবৈধদখলীয় কৃষি খাস জমির পরিমাণ         

৩৫২.২০একর

মামলাভূক্ত কৃষি খাস জমির পরিমাণ

৫৩৭.৭৯একর

বন্দোবস্তঅযোগ্য কৃষি খাসজমির পরিমাণ

৫৪৫.৫১একর

অকৃষি খাসজমির পরিমাণ

১,৪৪৭.১৭একর