Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আর.এম শাখা, বাগেরহাট
নাগরিক সেবা

ক্র/নং

সেবার নাম/ধরণ

সেবা প্রদানের পদ্ধতি

মন্তব্য/সময়সীমা

০১।

দেওয়ানী মামলা সংক্রান্ত ও

মহামান্য সুপ্রীমকোর্টের সিভিল রিভিশন/

রীট মামলা সংক্রান্ত।

১) সরকার পক্ষে দেওয়ানী মামলা পরিচালনা সংক্রান্ত বিষয়াদি।

২) সরকার পক্ষে দেওয়ানী মামলার দফাওয়ারী প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত বিষয়াদি।

৩) সরকার পক্ষে দেওয়ানী আপিল মামলা দায়ের সংক্রান্ত বিষয়াদি।

৪) সরকারি কৌসুলি/অতিরিক্ত সরকারি কৌসুলি/সহযোগীসরকারি কৌসুলি নিয়োগ ওভাতা প্রদান সংক্রান্ত বিষয়াদি।

৫)  অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) বরাবরে দায়েরকৃত আপিল মামলা গ্রহণ,শুনানী ও নিষ্পত্তিকরণ সংক্রান্ত বিষয়াদি।

৬)দেওয়ানী আপিল মোকদ্দমায় সরকারের বিপক্ষে রায় ঘোষিত হলে বিজ্ঞ সরকারি কৌসুলি কর্তৃক মামলার রায়ের কপি ও অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ পূবক সিভিল রিভিশন মামলা দায়েরের জন্য বিজ্ঞ সলিসিটর মহোদয়ের নিকট প্রেরণ।

৭)মহামান্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সিভিলরিভিশন/রিট  পিটিশন মামলা সংক্রান্ত বিষয়াদি।

সংশ্লিষ্ট উপজেলা হতে মামলার আরজি  ভিত্তিক দফা ওয়ারী জবাব ও সংশ্লিষ্ট কাগজাদি প্রাপ্তির ০৩ দিনের মধ্যে বিজ্ঞ সরকারি কৌসুলি/বিজ্ঞ উপসলিসিটর মহোদয়ের নিকট প্রেরণ।

 

 

 

 

 

০২।

আমমোক্তার

নামা রি- স্ট্যাম্পিং সংক্রান্ত

১) আম মোক্তারনামা পররাষ্ট্রমন্ত্রণালয় কতৃক সিল স্বাক্ষরের ৯০দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের নিকট দাখিল।

২) আবেদনপত্র ও আমমোক্তারনামার মূল কাগজপত্র ৩ কায্যদিবসের মধ্যে উপস্থাপন।

৩) পররাষ্ট্রমন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক যাচাইয়ের জন্য ১৫ কায্য দিবস ধায্ক্রমে প্রেরণ।

৪) যাচাই প্রতিবেদন প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে উপস্থাপন।

 

আঠালো স্ট্যাম্প ও অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মহোদয়ের স্বাক্ষরের অব্যবহিত পরে চাহিবা মাত্র সরবরাহের ব্যবস্থা।

 

 

 

 

০৩।

অবমূল্যায়ন মামলা সংক্রান্ত

১) আবেদনকারী সংশ্লিষ্ট অফিস সহকারীর  সাথে যোগাযোগ করে টাকার পরিমানও চালানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হেড এবং প্রযোজ্য ক্ষেত্রে কোন ব্যাংকের কত নং হিসাবে জমাদিতে হবে তা জেনে নিবেন।

 

  অফিস সহকারী টাকা জমা দেয়া সংক্রান্ত চালান/জমার শিদ প্রাপ্তির ০৭ দিনের মধ্যে উপস্থাপন করবেন।

০৪।

বিনিময় মামলা সংক্রান্ত

বিনিময় মামলা সংক্রান্ত বিষয়গুলো যাচাই বাছাই ও পরীক্ষা-নিরীক্ষান্তে উপস্থাপন করা।

 


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

১) সরকারী পক্ষে দেওয়ানী মামলা পরিচালনা

২) আমমোক্তার নামা (Power of Attorney) রিস্ট্যাম্পিং

৩) স্ট্যাম্প অবমূল্যায়ন মামলা


যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যক্রম,বাগেরহাট


অন্যান্য

0


কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা