গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত
বাগেরহাট।
ফৌ: কা: বি: ১৪৪ ধারায় নতুন মামলা দায়েরেরক্ষেত্রে বাদীর/ অভিযোগকারীর করণীয়:-
1. যে ব্যক্তি/ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা/ অভিযোগ আনয়ন করা হবে তাদের পূর্ণ নাম ঠিকানা এবং অভিযোগের বিষয়বস্তু লিপিবদ্ধ করে আর্জি দাখিল করতে হবে।
2. আর্জিতে নির্ধারিত মূল্যমানের কোর্ট ফি (১০ টাকা) লাগাতে হবে ।
3. বাদী/ অভিযোগকারী স্বয়ং অথবা এ্যাডভোকেট নিয়োগ করে মামলা পরিচালনা করতে পারবেন ।
4. বাদী/ অভিযোগকারী এ্যাডভোকেট নিয়োগ করলে সেক্ষেত্রে এ্যাডভোকেটকে বার কর্তৃক অনুমোদিত ওকালতনামা দাখিল করতে হবে ।
5. ওকালতনামায় নির্ধারিত মূল্যমানের কোর্ট ফি (৩০ টাকা) লাগাতে হবে ।
6. আর্জি/ অভিযোগের স্বপক্ষে প্রমাণাদি, খতিয়ান/ পর্চা, বা প্রযোজ্য ক্ষেত্রে দলিলাদির ফটোকপি সংযুক্ত করতে হবে ।
7. পুলিশ বা অন্য কারও উপর তদন্তের আদেশ হলে তদন্ত কার্যক্রমের জন্য আর্জির কপি দাখিল করতে হবে ।
8. প্রতিপক্ষের বিরুদ্ধে কারণ দর্শানোর আদেশ হলে নোটিশ জারীর জন্য জনপ্রতি ৮/= মূল্যমানের কোর্ট ফি (প্রসেস ফি) জমা দিতে হবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস