জেলা প্রশাসকের কার্যালয়, ত্রাণ শাখা, কক্ষ নং-৩০২-৩০৩
ফোন নং-০৪৬৮-৬২৩১৫
নাগরিক সেবা
ক্রম |
সেবার নাম |
প্রয়োজনীয় সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজ প্রাপ্তির স্থান |
ফি/ চার্জ |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ |
ঊর্ধ্বতন কর্মকর্তা/ যার কাছে আপীল করা যাবেঃ |
|
১. |
জি.আর |
খাদ্য সহায়তা |
২ দিন |
উপজেলা হতে এস.ও.এস/ডি ফরমে জেলা প্রশাসকের দপ্তরে তথ্য প্রেণ এবং কোন কোন ক্ষেত্রে ক্ষতিগ্রস্তব্যক্তি/ প্রতিষ্ঠানের আবেদন |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় |
ফ্রি/চার্জমুক্ত |
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা টেলিফোন নম্বর : +৮৮০৪৬৮-৬২৩১৫, ই-মেইল: drrobagerhat@ddm.gov.bd |
জেলা প্রশাসক, বাগেরহাট, টেলিফোন নম্বর : +৮৮০৪৬৮-৬২৫১৫, ই-মেইল: dcbagerhat@mopa.gov.bd |
নগদ অর্থ সহায়তা |
২ দিন |
-ঐ- |
||||||
গৃহ নির্মাণ সহায়তা (ঢেউটিন) |
২ দিন |
-ঐ- |
||||||
২. |
ভিজিএফ কর্মসূচিঃ
|
ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা উপলক্ষে এবং আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিত পরিবারের অনুকূলে |
২ দিন |
উপজেলা পর্যায়ে নির্ধারিত কমিটির মাধ্যমে উপকারভোগীর অগ্রাধিকার তালিকা প্রস্তুতের মাধ্যমে |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় |
ফ্রি/চার্জমুক্ত |
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা টেলিফোন নম্বর :+৮৮০৪৬৮-৬২৩১৫, ই-মেইল: drrobagerhat@ddm.gov.bd |
জেলা প্রশাসক, বাগেরহাট, টেলিফোন নম্বর : +৮৮০৪৬৮-৬২৫১৫, ই-মেইল: dcbagerhat@mopa.gov.bd |
জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের অনুকূলে খাদ্য সহায়তা প্রদান (মার্চ হতে জুন পর্যন্ত ৪ মাস) |
২ দিন |
-ঐ- |
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় |
ফ্রি/চার্জমুক্ত |
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা টেলিফোন নম্বর : +৮৮০৪৬৮-৬২৩১৫, ই-মেইল: drrobagerhat@ddm.gov.bd |
জেলা প্রশাসক, বাগেরহাট, টেলিফোন নম্বর : +৮৮০৪৬৮-৬২৫১৫, ই-মেইল: dcbagerhat@mopa.gov.bd |
||
৩. |
শীতবস্ত্র (কম্বল, চাদর): |
২ দিন |
-ঐ- |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় |
ফ্রি/চার্জমুক্ত |
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা টেলিফোন নম্বর : +৮৮০৪৬৮-৬২৩১৫, ই-মেইল: drrobagerhat@ddm.gov.bd |
জেলা প্রশাসক, বাগেরহাট, টেলিফোন নম্বর : +৮৮০৪৬৮-৬২৫১৫, ই-মেইল: dcbagerhat@mopa.gov.bd |
সেবার তালিকা/চলতি প্রকল্পসমূহ
০১। গ্রামীণ অবকাঠামো সংস্কার
০২। গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ
০৩। অতিদরিদ্রদের জন্য কর্মসূচি বাস্তবায়ন
০৪। গ্রামীণ রাস্তায় হ্যারিংবোন বন দ্বারা উন্নয়ন
০৫। বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ
০৬। দুঃস্থ জনগোষ্ঠির মাঝে ত্রাণ সহায়তা হিসাবে ঢেউটিন, কম্বল, খাদ্যশস্য, নগদ
অর্থসহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ
কার্যক্রম
(০১) কর্মসূচির নাম : ‘‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’’ কর্মসূচি ।
প্রকল্পের কার্যক্রম: এলাকার দরিদ্র কর্মক্ষম বেকার জনজগোষ্টিকে কাজের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বেষ্টনীর
আওতায় আনা।
প্রকল্পের অর্থায়ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।
প্রকল্পের কার্যক্রমের এলাকাঃ জেলার ০৯টি উপজেলার প্রতিটি ইউনিয়ন।
(০২) কর্মসূচির নাম : ভিজিএফ কর্মসূচি ।
প্রকল্পের কার্যক্রম: এলাকার দুঃস্থ ও বিভন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রসত্মদের খাদ্য নিরাপত্তা বেষ্টনীর
আওতায় আনা।
প্রকল্পের অর্থায়ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রকল্পের কার্যক্রমের এলাকা: জেলার ০৯টি উপজেলার সকল ইউনিয়নে।
(০৩) কর্মসূচির নাম : গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা) কর্মসূচি ।
প্রকল্পের কার্যক্রম: এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে
মাটি ভরাট, খাল/পুকুর খনন /পুনঃ খনন ইত্যাদি প্রকল্প বাসত্মবায়নসহ বেকার
জনগোষ্ঠির সাময়িক কর্মসংস্থান।
প্রকল্পের অর্থায়ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রকল্পের কার্যক্রমের এলাকা: জেলার ০৯টি উপজেলার সকল ইউনিয়নে।
(০৪) কর্মসূচির নাম : গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচি
প্রকল্পের কার্যক্রম : এলাকার যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক
প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বেকার জনগোষ্ঠির সাময়িক কর্মসংস্থান ।
প্রকল্পের অর্থায়ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রকল্পের কার্যক্রমের এলাকা: জেলার ০৯টি উপজেলার সকল ইউনিয়নে।
(০৫) কর্মসূচির নাম : বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাসত্মায় ছোট ছোট(১২ মিটার পর্যমত্ম
দৈর্ঘ্য) সেতু/ কালর্ভাট নির্মান।
প্রকল্পের কার্যক্রম : এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
প্রকল্পের অর্থায়ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রকল্পের কার্যক্রমের এলাকা: জেলার ০৯টি উপজেলা।
(০৬) কর্মসূচির নাম : মানবিক সহায়তা।
প্রকল্পের কার্যক্রম : বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও দরিদ্র জনগোষ্ঠির মধ্যে নগদ অর্থ,
খাদ্যশস্য, গৃহ নির্মাণ মঞ্জুরী, ঢেউটিন ও বিভিন্ন প্রকার ত্রাণ সহায়তা প্রদান।
প্রকল্পের অর্থায়ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিভিন্ন দাতাদেশ, গোষ্ঠি ও সংস্থা।
প্রকল্পের কার্যক্রমের এলাকা: জেলার ০৯টি উপজেলা।
(০৭) কর্মসূচির নাম : বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ।
প্রকল্পের কার্যক্রম: প্রকল্পের আওতায় দুর্যোগের বিশেষ সতর্ক সংকেত ঘোষনার সাথে সাথে সংশ্লিষ্ট
এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করানোর লক্ষ্যে এ কার্যাক্রম গ্রহণ করা হয়েছে।
উপজেলা ভিত্তিক গৃহীত আশ্রয় কেন্দ্রের বিবরণ- মোল্লাহাট-০১ টি, মোড়েলগঞ্জ-০৩টি, রামপাল-০২টি,
শরণখোলা-০৪টি, চিতলমারী-০২ টি, মোংলা-০৩ টি।
প্রকল্পের অর্থায়ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রকল্পের কার্যক্রমের এলাকা: জেলার ০৬ টি উপজেলা।
(০৯) দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কর্মসুচি ও প্রকল্প বাস্তবায়ন, বিভাগীয় সকল কাজের প্রতিবেদন প্রনয়ণ ও উর্দ্ধতন কর্তৃপক্ষসহ সংশ্নিষ্ট সকল বিভাগে প্রেরণ।
জেলা প্রশাসকের কার্যালয়, ত্রাণ শাখা, ফোন নং-০৪৬৮-৬২৩১৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস