Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জে.এম শাখা, বাগেরহাট
নাগরিক সেবা

ক্র/নং

সেবারনাম/ধরণ

সেবাপ্রদানেরপদ্ধতি

মন্তব্য/সময়সীমা

০১।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদানঃ

 

১৮৭৮ সালের অস্ত্র আইন এবং তদসহ অস্ত্র বিধিমালা, ১৯২৪ ও জারীকৃত বিভিন্ন বিধি বিধান অনুযায়ী

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ব্যক্তি পর্যায়

 

০১। নির্ধারিত ফরমে আবেদন

০২। পরিচয় পত্র

০৩। জন্ম নিবন্ধন সনদপত্র

০৪। আয়কর প্রদান সনদপত্র

০৫। ৩ কপি সত্যায়িত ছবি

০৬। ভোটার আইডি কার্ডের ফটোকপি।

ওয়ারিশসূত্রে:

(লাইসেন্সধারী মৃত হলে)

১-৬ ক্রমিকসহ

০৭। ওয়ারিশ সনদপত্র

০৮। ওয়ারিশদের হলফনামা

০৯। মৃত্যু সনদপত্র

১০। লাইসেন্সের ছায়ালিপি

১১। অস্ত্র জমার তথ্য

 

ওয়ারিশসূত্রে:

(লাইসেন্সধারী অক্ষম হলে)

১-৫ ক্রমিকসহ

০৬। লাইসেন্সধারীর হলফনামা

সামরিক/বেসামরিক কর্মকর্তা:

০১। সামরিক ব্যক্তিদের ক্ষেত্রে মেজর বা সমমানের ও তদুর্দ্ধ কর্মকর্তা।

০২। উপসচিব বা সমমানের ও তদুর্দ্ধ কর্মকর্তা উভয়ক্ষেত্র্রে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মাধ্যমে নিজ জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে হয়।

 

 

 

 

 

 

সকল কাগজপত্র সহ আবেদন জমা দেয়ার তারিখ হতে লং ব্যারেল(বন্দুক/শর্টগান/রাইফেল) আগ্নেয়াস্ত্রের ২ মাস এবং শর্ট ব্যারেল (পিস্তল/রিভলবার) আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্তির পর ১৫ দিন।

 

লাইসেন্স ফিস:

০১। রাইফেল-২০০০/=

০২। বন্দুক/শর্টগান-১,৫০০/=

০৩। পিস্তল/রিভলবার-৫০০০/=

 

লাইসেন্স নবায়ন ফিস:

০১। বন্দুক/শর্টগান/রাইফেল-১০০০/=

০২। পিস্তল/রিভলবার-৩০০০/=

প্রতি বছর ডিসেম্বরে পরবর্তী বছরের জন্য নবায়ন করতে হয়। নির্ধারিত সময়ে নবায়ন না করলে দ্বিগুন হারে নবায়ন ফি জমা দিয়ে নবায়ন করা যায়। লাইসেন্স ফিস ও নবায়ন ফিস ট্রেজারী চালানের মাধ্যমে ব্যাংকে জমা প্রদান করতে হয়।

সকল কাগজপত্রসহ আবেদনপত্র প্রাপ্তির তারিখ হতে লং ব্যারেল(বন্দুক/শর্টগান /রাইফেল) আগ্নেয়াস্ত্রের ১ মাস এবং শর্ট ব্যারেল (পিস্তল/রিভলবার) আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্তির পর ১৫ দিন।

 

সামরিক ব্যক্তিদের ক্ষেত্রে লাইসেন্স ও নবায়ন ফিস মুক্ত

কাগজপত্র প্রাপ্তির পর ৪৫ দিন

 

 

 

 

এসিড লাইসেন্স প্রদান:

এসিড নিয়ন্ত্রণ বিধিমালা,২০০৪

 

 

 

 

 

 

 

 

 

 

বিক্রয়/ব্যবহার

০১। নির্ধারিত ফরমে আবেদন সহ আবেদনপত্রে উল্লিখিত কাগজপত্র

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

লাইসেন্স ফিস

০১। বিক্রয়-৫০০০/=

০২। ব্যবহার-

(ক) বাণিজ্যিক-২৫,০০০/=

(খ) সাধারণ ১০ লি: পর্যন্ত

(উ) শিক্ষা/গবেশণা-৩০০০/=

(ঊ) অন্যান্য-৫০০০/=

১০ লিটারের উর্দ্ধে-৭০০০/=

 

 

নবায়ন ফিস:

মূল ফিসের ৫%। লাইসেন্স নবায়নের জন্য মে(যে বছরের জন্য নবায়ন হবে তার পূর্ববর্তী বছরের) মাসে আবেদন করতে হয়। নির্ধারিত সময় নবায়ন করা না হলে দ্বিগুণ নবায়নের ফিস প্রদান করতে হয়। লাইসেন্স ফিস ও নবায়ন ফিস পে-অর্ডারের মাধ্যমে জমা প্রদান করতে হয়।

 

০৩

সালফার লাইসেন্স প্রদান :

 

১৮৭৮ সালের অস্ত্র আইন এবং তদসহ অস্ত্র বিধিমালা, ১৯২৪

 

 

 

 

 

শুধুমাত্র পণ্য উৎপাদন/প্রক্রিযাকরণকারী ব্যবসায়ীদের জন্য : 

০১। সাদা কাগজে আবেদন

০২। নাগরিক সনদপত্র

০৩। আয়কর সনদপত্র

০৪। ফায়ার সার্ভিসের ছাড়পত্র

০৫। পরিবেশ অধি: ছাড়পত্র

(প্রেযোজ্য ক্ষেত্রে)

০৬। মেমোরেন্ডাম অব এ্যাসোসিয়েশন

(প্রেযোজ্য ক্ষেত্রে)

০৭। প্রয়োজনীয়তা সর্ম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন।

০৮। সত্যায়িত ছবি-০২ কপি

 

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও ডিএসবি তদন্তের পর ১০ দিন।

লাইসেন্স ফিস: ২০০০/=

নবায়ন ফিস: ২০০/=

পরিবহন ফিস: ২৫/=

প্রতি বছর ডিসেম্বরে পরবর্তী বছরের জন্য নবায়ন করতে হয়।

লাইসেন্স ফিস ও নবায়ন ফিস ট্রেজারী চালানের মাধ্যমে ব্যাংকে জমা প্রদান করতে হয়।

 


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

০১।      আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান

০২।      এসিড লাইসেন্স প্রদান: বিক্রয় ও ব্যবহার

০৩।     সালফার লাইসেন্স প্রদান: শুধুমাত্র পণ্য উৎপাদন/ ক্রিয়াকরণকারী ব্যবসায়ীদের জন্য।

০৪।      আইন-শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত কার্যাদি সম্পাদন।

০৫।      বিজ্ঞ পিপি, জিপি নিয়োগ এবং সরকার পক্ষের মামলা পরিচালনা উপর ভিত্তি করে ভাতা/ সম্মানী  প্রদান সংক্রান্ত।

০৬      চিত্তবিনোদন সংক্রান্ত লাইসেন্স প্রদান(সিনেমা/যাত্রা/পুতুলনাচ)/ প্রদর্শনির অনুমিত। 


যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয়,বাগেরহাট


অন্যান্য

0


কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা