রাইফেলস ক্লাব উদ্দেশ্যঃ-(ক) জন সাধারণের মাঝে শ্যূটিংকে জনপ্রিয় করে তোলা যাতে দেশ রক্ষার জরুরী প্রয়োজনে জনগন স্বেচ্ছসেবী হিসেব অংশ গ্রহনে সক্ষম হয়।
(খ) জাতীয়, অঞ্চলিক এবং অন্তর্জাতিক শ্যূটিং প্রতিযোগিতা সমূহে অংশ গ্রহনের জন্য প্রশিক্ষনের মাধ্যমে সদস্য/সদসা দের পারদর্শী করে তোলা ।
গ) শ্যূটিংয়ের জন্য প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র গোলাবারুদ সংগ্রহ এবং রেঞ্জ তৈরীর ব্যবস্থা করা ।
(ঘ) জাতীয় শ্যূটিং ফেডারেশনের এফিলিয়েশন গ্রহন এবং নিয়ম কানুন মেনে চলা।
(ঙ) ক্লাবের সদসদের মাঝে শ্যূটিং প্রতিযোগিতা অনুষ্ঠান এবং শ্যূটিং ফেডারেশনের সহযোগিতায় জাতীয় ও আঞ্চলিক/অন্তঃক্লাব শূটিং প্রতিযোগিতার ব্যবস্থা করা।
(চ) সদস্য সদস্যাদের চারিত্রিক, মানসিক এবং শারীরিক উন্নয়নের জন্য খোলাধুলা, কৃষ্টিও সংস্কৃতিক এবং চিত্ত বিনোদনের ব্যবস্থা করা এবং সকল পর্যায়ের নানাবিধ খেলাধৃলায় অংশ গ্রহন করা।
অফিসের কার্যাবলীঃ (ক) অফিসের দৈনন্দিন আয়-ব্যয় লিপিবদ্ধ করন, জাতীয় শূটিং ফেডারেশন হতে অস্ত্র ও গোলা বারুদে বরাদ্দ গ্রহন, বরাদ্দ কৃত মালামাল উত্তোলন ও বিতরণের সিদ্ধান্ত, অন্তঃ ক্লাব ও জাতীয় শূটিং প্রতিযোগিতায় অংশ গ্রহন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মহান বিজয় দিবসের অনুষ্ঠান ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটি সভার মাধ্যমে হয়ে থাকে।
অস্ত্র ও গোলা বারুদ্দের তালিকাঃ
বাগেরহাট পুলিশ লাইন অস্ত্রাগারে নিরাপদ হেফাজতে সংরক্ষিত রংপুর রাইফেল ক্লাবের অস্ত্র ও গোলা বারুদ্দের সংখ্যা নিম্নরূপঃ
১। ১২বোর দোনলা বন্দুক.......................১টি (ক্লাবের ব্যবহারে জন্য)
২। । ১২বোর সেমি অটো বন্দুক...............১টি
৩। .২২ বোর রাইফেল ..........................৬টি (৩টি শূটা)দের ব্যবহারের জন্য)
৪। .২২ বোর মাউজার রাইফেল ................১টি(ত্রুটি পূর্ণ)
৫। .২২ বোর রিভল বার.........................১টি
৬। .২২ বোর রেপিড ফায়ার পিস্তল.............১টি
৭। .২২ বোর ফ্রি পিস্তল ..........................১টি
৮। .১৭৭ এয়ার রাইফেল ........................৩টি
৯। .১৭৭ এয়ার ম্যাচ রাইফেল....................২টি (ত্রুটি পূর্ণ)
১০। .১৭৭ এয়ার ম্যাচ রাইফেল..................২টি
১১। .১৭৭ এয়ার ম্যাচ পিস্তল.....................১টি(ত্রুটি পূর্ণ)
কার্তুজঃ
(১) ১২ বোর বন্দুকের কার্তুজ.............................৪৩০টি
(২).২২ বোর রাইফেলের কার্তুজ.........................৫৪০০পিচ
(৩).৩২ বোর পিস্তল / রিভলবারের কার্তুজ..............১৮৬ পিচ
(৪).১৭৭ এয়ার রাইলের পিলেট ........................৩০০০টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস