is located at Chandra-Mahal Road, Bagerhat. This is the only amusement park listed in Bagerhat. There's also sixteen attractions listed in this district in other categories. You will find the exact location of Chandra Mahal Eco Park on the map bellow. Use the Direction tab to find driving directions to this amusement park.
বাগেরহাট জেলার সদর উপজেলার রনজিতপুর গ্রামে সৌখিন দম্পতি মিসেস নাসিমা হুদা চন্দ্রা ও সৈয়দ আমানুল হুদা সেলিম সখের বসে তাজমহল আদলে গড়ে তুলছেন চন্দ্রামহল নামে একটি নয়নাভিরাম ইকো পার্ক।
মহলের চারিপার্শ্বে নিরেট পানির লেক। এই পানির নিচে দিয়েই মহলে প্রবেশ করতে হবে। ভয় নেই আছে সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পার হতে নিচে নামলেই দুই পার্শ্বের পানির মাছ গুলো আপনাকে ভেংচি কাঁটবে। তাতেও সমস্যা নেই আছে গ্লাস দ্বারা বেষ্টন। আপনি নিরাপদেই সুড়ঙ্গ পথে প্রবেশ করতে পারবেন মহলে। ছোট পরিসরে মহলটিতে জুতা খুলে প্রবেশ করার পর অল্প কিছু আদি আসবাবপত্র আর তৈজশপত্র ছাড়া কিছু স্থির ছবি আছে। মহলের পিছন দিক দিয়ে বের হওয়ার জন্য রং দিয়ে কারুকার্য করা বাঁশের পুল। পুলের নিচে হাজারো মাছের খেলা দেখা যায় অনায়াসেই। লেক পাড়ের নারিকেল গাছের সারি নজর কাড়ে সকলেরই। সবচেয়ে নতুন আকর্ষণ হিসাবে এই ইকো পার্কে রয়েছে একাত্তরের রাজাকারদের ঘৃণা জানানোর জন্য প্রতিকী শৃঙ্খল আবদ্ধ করিয়ে ভেংচি কাঁটার ব্যবস্থা।
ইকো পার্কের ভিতরে আছে বিভিন্ন প্রজাতীর পশু পাখির সাথে বানরের বসবাস। আছে বিভিন্ন গ্রাম্য মানুষের চরিত্র নিয়ে প্রতিকৃতি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস