নাগরিক সেবাঃ প্রযোজ্য নয় ।
চলতি প্রকল্পসমূহঃ প্রযোজ্য নয় ।
কার্যক্রমঃ
ক্রঃনং |
প্রদেয় সেবা |
সেবা প্রদান পদ্ধতি |
মন্তব্য |
০১ |
অর্গানোগ্রাম অনুযায়ী জেলা কালেক্টরেট ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসসমূহে কর্মকর্তা ও তৃতীয় শ্রেণী কর্মচারী (রাজস্ব প্রশাসন ব্যতীত)নিয়োগ/বদলী পদোন্নতিসহ দক্ষ জনবল ব্যবস্থপনা |
(ক)দাপ্তরিকভাবে (খ) সরকারি নীতিমালা অনুসরণে |
- |
০২ |
সংস্থাপন মন্ত্রণালয়ের বাজেটভূক্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি সংক্রান্ত অর্থ বছর ভিত্তিক বাজেট প্রস্তাব প্রেরণ এবং প্রতি অর্থ বছর শেষে চূড়ান্ত হিসাব প্রণয়ন এবং মন্ত্রণালয়ে প্রেরণ |
সরকারি নীতিমালা অনুসরণে |
- |
০৩ |
দাপ্তরিক কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে মনোনয়ন প্রদান ও অবমুক্তকরণ |
সরকারি নীতিমালা অনুসরণে |
- |
০৪ |
তৃতীয় শ্রেণী কর্মচারীদের আবেদনের ভিত্তিতে অর্জিত ছুটি, শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা প্রদান, টাইম স্কেল মঞ্জুর |
সরকারি নীতিমালা অনুসরণে |
ন্যুনতম সময়ের মধ্যে |
০৫ |
তৃতীয় শ্রেণী কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণ |
সরকারি নীতিমালা অনুসরণে |
ন্যুনতম সময়ের মধ্যে |
০৬ |
জেলা কালেক্টরেটে কর্মরত কর্মচারীদের বেতন ভাতাদি, ভ্রমন ভাতা বিল প্রস্ততকরণ ও হিসাবরক্ষ অফিসে প্রেরণ |
সরকারি নীতিমালা অনুসরণে |
ন্যুনতম সময়ের মধ্যে |
০৭ |
জনসাধারণ কর্তৃক কোন তৃতীয় শ্রেণী কর্মচারীদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের তদন্তের ব্যবস্থা গ্রহণএবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী কার্যক্রম গ্রহণ |
সরকারি নীতিমালা অনুসরণে |
ন্যুনতম সময়ের মধ্যে |
০৮ |
জেলা ও উপজেলা অফিসসমূহের তৃতীয় শ্রেণী কর্মচারীদের (রাজস্ব প্রশাসন ব্যতীত)এলপিআর ও পেনষন, আনতোষিক মঞ্জুরের কাগজপত্র প্রস্তত ও অনুমোদনের ব্যবস্থা গ্রহণ |
সরকারি নীতিমালা অনুসরণে |
ন্যুনতম সময়ের মধ্যে |
০৯ |
দাপ্তরিক কাগজসমূহের মধ্যে সমন্বয়ের মাধ্রমে প্র মাসে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে দাপ্তরিক কাজের অগ্রগতি পর্যালোচনা করা |
সরকারি নীতিমালা অনুসরণে |
ন্যুনতম সময়ের মধ্যে |
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS