রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট এর কার্যক্রমঃ আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠা পায় । বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান প্রধান (সেবা মূলক সংসহা) কার্যাবলী নিম্নরুপঃ
১। বিভিন্ন প্রকার প্রাকৃতিক দূযোর্গঃ ঘর্ণিঝড়, জলোচ্ছাস, টর্নেডো, বন্যা, ভূমিধস ভূমিকম্প, অগিনকান্ড ইত্যাদি মানুষের পাশে দাড়ায়।
২। যুদ্ধ বিদ্রোহের সময় সহায়ক ভূমিকা পালন করা।
৩। বিভিন্ন প্রকার জটিল রোগ ব্যধি সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করণ ও প্রশিক্ষণ।
৪। স্কুল ও বিদ্যালয় পর্যায়ে সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন প্রকার দূর্যোগ মোকাবেলার জন্য প্রশিক্ষণ প্রদান (যা বর্তমানে চলমান রয়েছে।
৫। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।
৬। বিবিধ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর মূলনীতিঃ
রেড ক্রিসেন্ট সোসাইটি উল্লেখযোগ্য কার্যক্রম :
ক) দুযোর্গ ত্রাণ ও পুনবার্সন কার্যক্রম
খ) ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)
গ) স্বাস্থ্যসেবা কার্যক্রম
ঘ) অনুসন্ধান
ঙ) সমাজভিত্তিক দুযোর্গ মোকাবিলা কর্মসূচী
চ) Community Development Initiative (CDI)
ছ) যুব ও স্বেচ্ছাসেবক কার্যক্রম
জ) রক্তদান কর্মসূচী
ঝ) সমাজ উন্নয়নমূলক প্রকল্প
ঞ) প্রশিক্ষণ কার্যক্রম
ট) ক্ষুদ্র ঋণ প্রকল্প
ঠ) রেড ক্রিসেন্ট নীতিমালা ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রচার এবং প্রসার
ড) Urban Disaster Risk Reduction (UDRR)
ঢ) Vulnerabliaty to Resilienc Project (V2RP) Risk Reduction through Empowerment of Women (RREW)
ত) জলবায়ু অভিযোজন
থ) ইউনিট এ্যাফেয়ার্স
দ) সাংগঠনিক উন্নয়ন প্রভৃতি।
প্রতিটি ইউনিটে ১১ সদস্য বিশিষ্ট ইউনিট নির্বাহী পরিষদ এবং সোসাইটির নীতি নির্ধারনী, কার্যক্রম পরিচালনায় পরার্মশ ও উপদেশ প্রদানের জন্য কেন্দ্রীয়ভাবে ১৫ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা পর্ষদ রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। তিনি তিন বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান নিযুক্ত করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS