ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান। |
০১। |
ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম |
প্রত্যাশী সংস্থার নিকট হতে এল এ ম্যানুয়েল এর বিধানমতে সংশ্লিষ্ট সকল কাগজাদি সঠিকভাবে প্রাপ্ত হলে প্রস্তাবিতভূমিএল, এম্যানুয়েল এর সকল বিধান অনুসরণ পূর্বক অধিগ্রহণ করে প্রত্যাশী সংস্থার নিকট দখল হস্তান্তর করা হয়। |
স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল অধ্যাদেশ ১৯৮২(অধ্যাদেশ নং-২, ১৯৮২) এবং স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল ১৯৯৭ এর নির্ধারিত সময়সীমার মধ্যে |
প্রস্তাবে কোন ভূল ত্রুটি থাকলে তা সংশোধনের জন্য প্রত্যাশী সংস্থার সহিত যোগাযোগ ক্রমে পূর্নাঙ্গ ও সঠিক প্রস্তাব প্রাপ্তি সাপেক্ষে অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়। |
০২ |
অধিগ্রহণে সংশ্লিষ্ট ভূমির মূল্য নির্ধারণ |
প্রত্যাশী সংস্থার নিকট থেকে প্রস্তাব পাওয়ার পর প্রস্তাবিত ভূমির মূল্য সংশ্লিষ্ট উপজেলা সাব-রেজিষ্ট্রার হতে সংগ্রহপূর্বক নির্ধারন করা হয়। |
ঐ |
অধিগ্রহণ সংক্রান্ত সভায় তা উপস্থাপনের পর ব্যবস্থা গ্রহণ করা হয়। |
০৩ |
ক্ষতিপূরণ পরিশোধ |
আবেদনকারী যথানিয়মে মালিকানা সংক্রান্ত সকল কাগজাদিসহ আবেদন করার পর তার আবেদন সঠিক পাওয়া গেলে নির্ধারিত ক্ষতিপুরনের টাকা পরিশোধ করা হয়। |
ঐ |
কোন আপত্তি পাওয়া গেলে কিংবা স্বত্বের বিষয়ে কোন জটিলতার উদ্ভব হলে তা আইনানুগভাবে নিস্পত্তি হওয়ার পর ক্ষতিপূরনের টাকা পরিশোধ করা হয়। |
০৪। |
ভূমি অধিগ্রহণ কার্যক্রমে অভিযোগ/ আপত্তি নিস্পত্তিকরণ |
ভূমি মালিকানা সংক্রান্ত কোন অভিযোগ থাকলে তা শুনানীর মাধ্যমে নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়। |
চুড়ান্ত নিস্পত্তির পর। |
আপত্তি পাওয়া গেলে কিংবা স্বত্বের বিষয়ে কোন জটিলতার উদ্ভব হলে তা আইনানুগভাবে নিস্পত্তি করা হয়। |
অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপুরণের টাকা পাওয়ার জন্য আবেদনের সাথে যে সকল কাগজাদি/ তথ্যাদি দাখিল করতে হবেঃ বাগেরহাট জেলার বিভিন্ন এল, এ কেসের মাধ্যমে অধিগ্রহণকৃত ভূমির মালিক/স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণ কে জানানো যাচ্ছে যে, ক্ষতিপুরনের টাকা ভূমিঅধিগ্রহণ শাখা হতে উত্তোলনের পূর্বে স্বত্বপ্রমানের লক্ষ্যে আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজাদি/ তথ্যাদি জমা দিতে হবে। ১. এস, এখতিযানের সহিমোহরযুক্ত অবিকল নকল। ২. নামজারী খতিয়ান (মূলকপি) ৩. তসদিককৃত খতিয়ানের/চলমান জরীপের মাঠ পর্চার কপি (মূলকপি) ৪. হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা (মূলকপি)। ৫. বায়া দলিলসহ মূল দলিলের কপি। ৬. মৃতব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরমেয়র কর্তৃক ওয়ারিশসনদ (মূলকপি) ৭. সংশ্লিষ্ট স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরমেয়র কর্তৃক নাগরিক সনদ এবং জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি দাখিল করতে হবে। ৮. সংশ্লিষ্ট স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরমেয়র কর্তৃক ক্ষমতা দাতা ও গ্রহীতাগনের প্রত্যেকের ০১ (এক) কপি করে সদ্যতোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। ৯. ২৫০/- টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পের মধ্যে চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার এর সন্মূখে শরীকদের ব্যক্তিগত উপস্থিতিতে শরীকগণ কর্তক প্রতিপৃষ্ঠায় স্বাক্ষর। উল্লেখ্য যে, একক মালিক এর জন্য ক্ষমতা পত্র লাগবেনা। ১০. ক্ষমতাদাতা ও গ্রহীতাগণ কে আমি ব্যক্তিগত ভাবে চিনি ও আমার সন্মূখে স্বাক্ষর করিয়াছে মর্মে স্থানীয় চেয়ারম্যান /মেয়র ক্ষমতা পত্রের প্রতি পৃষ্ঠায় নামের সীলসহ প্রত্যায়ন প্রদান করিবেন। ১১. ক্ষতিপুরনের এল, এ চেক গ্রহণের সময় সনাক্তকরণের জন্য নামের সীলসহ মেয়র/ চেয়ারম্যান/ কাউন্সিলর/ গনমান্য ব্যক্তি সংগে আনতে হবে। ১২.জমির মালিক প্রবাসী হইলে ক্ষমতা গ্রহীতার বরাবরে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আমমোক্তার নামা দাখিল করতে হবে এবং উক্ত আমমোক্তার নামাটি পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে সরকারিভাবে অত্র অফিসে প্রাপ্ত দিতে হবে। ১৩. চেক গ্রহণের পূর্বে ২৫০/- টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে। ১৪.পারিবারিক সম্পত্তি আপোষ বন্টণনামার ক্ষেত্রে রেজিষ্টার্ড আপোষ বন্টণনাম। আবেদনের সাথে অত্র কার্যলয়ে সংরক্ষণের জন্য উপরেবর্ণিত কাগজ পত্রাদি এর মূলকপির সাথে ফটোকপি দাখিল করতে হবে। |
0
১ম পযার্য়ঃ প্রত্যাশী সংস্থা কতৃর্ক ভূমি অধিগ্রহণের প্রস্তাব প্রাপ্তির ৩(তিন) দিনের মধ্যে নথিতে উপস্তাপন করা হয়।
২য় পযার্য়ঃ অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও সংশ্লিষ্ট উপজেলা নিবার্হী অফিসার কতৃর্ক ভূমির সম্ভাব্যতা যাচাই করা হয়। সবোর্চ্চ ২১ (একুশ) দিনের মধ্যে।
৩য় পযার্য়ঃ জেলা ভূমি বরাদ্দ কমিটির সভায় উপস্থাপন করা হয় ৭(সাত) দিনের মধ্যে।
৪র্থ পযার্য়ঃ কমিটির অনুমোদনের পর অধিগ্রহণ কেস সৃজন করা হয় ৩(তিন) দিনের মধ্যে।
৫ম পযার্য়ঃ ৩ ধারামতে নোটিশ প্রদান করা হয় কেস সৃজনের ৭(সাত) দিনের মধ্যে।
৬ষ্ঠ পযার্য়ঃ ৩ ধারা নোটিশ জারীর ৩(তিন) দিনের মধ্যে যৌথভাবে সরেজমিনে তদন্ত ও ফিন্ডবুক তৈরী এবং প্রস্তাবিত ভূমির ভিডিও চিত্র ধারণ ও সংরক্ষন করা হয়।
৭ম পযার্য়ঃ ৩ ধারা নোটিশ জারীর পরবর্তী ১৫দিন পযর্ন্ত অধিগ্রহণ কাযর্ক্রমের বিরদ্ধে আপিত্তি জ্ঞাপনের সুযোগ দেয়া হয়।
৮ম পযার্য়ঃ আপত্তি না হলে ৫০বিঘা পযর্ন্ত জেলা প্রশাসক অনুমোদন প্রদান করেন, আপত্তি হলে চুড়ান্ত নিষ্পত্তির জন্য বিভাগীয় কমিশনারের বরাবরে নথি প্রেরণ করা হয়। ৫০বিঘার উর্দ্ধে হলে আপত্তি থাকলে বা নাথাকলে অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
৯ম পযার্য়ঃ চুড়ান্ত অনুমোদনের পর ৭(সাত) দিনের মধ্যে ৬ধারা মতে নোটিশ প্রদান করা হয়।
১০ম পযার্য়ঃ অতঃপরবিধি মোতাবেক জমির মূল্য হার, অবকাঠামো ও গাছপালার মূল্য সংগ্রহপূবর্ক প্রাককলন প্রম্ভূত করা হয় এবং জেলা প্রশাসক কতৃর্ক অনুমোদিত প্রকাকলন প্রত্যাশী সংস্থার বরাবর প্রেরণ করা হয়।
১১তম পযার্য়ঃ প্রাক্কলন প্রপ্তির৬০দিনের মধ্যে প্রত্যাশি সংস্থাকে অর্থ ছাড় করতে বলা হয় অন্যথায় এল,এ কেস আপনা আপনি বাতিল হয়।
১২তম পযার্য়ঃ প্রক্কলিত অর্থ পাওয়ার পর রোয়েদাদ প্রস্ততক্রমে ভূমির মালিক বরাবর ৭ ধারামতে নোটিশ প্রদান করা হয়।
১৩তম পযার্য়ঃ জেলা প্রশাসক কতৃর্ক অধিগ্রহণকৃত ভূমির অবকাঠামোর দখলগ্রহণ পূবর্ক ১৫(পরেন) দিনের মধ্যে প্রত্যাশী সংস্থার নিকট দখল হস্তান্তর করা হয়।
১৪তম পযার্য়ঃ দখল হস্তান্তারের পর ৭(সাত) দিনের মধ্যে অধিগ্রহণকৃত ভূমির গেজেট প্রকাশনার জন্য প্রেরণ করা হয়।
১৫তম পযার্য়ঃ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশনার পর অধিগ্রহণকৃত ভূমি প্রত্যাশী সংস্তার বরাবর নামজারী জমাখারিজের জন্য সশিষ্ট সহকারী কমিশনার(ভূমি)এর বরাবর ৭(সাত) দিনের মধ্যে প্রেরণ করা হয়।
১৬তম পযার্য়ঃ নামজারী জমাখারিজ সমাপ্তি পর এল,এ কেসের হিসাব সমন্বয় করে কেস সংরক্ষণের জন্য জেলা রেকর্ড রুমে প্রেরণ করা হয়।
অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে কাযর্ক্রমঃ
ক) ক্ষতিপূরণ প্রাপ্তির আবেদন ০১(এক) দিনের মধ্যে সংশ্লিষ্ট কানুনগোর নিকট যাচাই বাচাই করার জন্য প্রেরণ করা হয়। কানুনগো ন্যুনতম ৭(সাত) দিনের মধ্যে প্রতিবেদন প্রেরণ করবেন।
খ) কানুনগো কতৃক দাখিলকৃত প্রতিবেদন অনুমোদিত হলে পরবর্তী ০১(এক) দিনের মধ্যে ক্ষতিপূরনের চেক প্রদান করা হয়।
এল, এ শাখার২০১১ সালের উন্নয়ন কর্মকান্ডের বিবরণঃ
প্রত্যাশী সংসহা |
প্রকল্পের নাম |
উপজেলার নাম |
এল.একেস নং
|
জমির পরিমাণ |
বর্তমান অবস্থা/মন্তব্য |
নথির বর্তমান অবস্থা |
সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা |
১৩০০*২ মেঃওঃ কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ |
রামপাল |
০১/১০-১১ |
১৮৩৪.০০ একর |
ক্ষতিগ্রস্থ মালিকদের অনুকূলে এল, এ চেক প্রদানের কার্যক্রম চলছে। |
গেজেট বিজ্ঞপ্তিতে প্রেরণের অপেক্ষায় |
নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, বাগেরহাট |
বাগেরহাট জেলায় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী নির্মাণ প্রকল্প |
বাগেরহাট সদর |
০২/১০-১১ |
২.৫০ একর |
ক্ষতিপূরণের প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন |
গেজেট বিজ্ঞপ্তি প্রকাশনার জন্য ফরমস এবং প্রকাশানা অফিসে প্রেরণ করা হয়েছে। |
নির্বাহীপ্রকৌশলীসওজ, সড়কবিভাগ, গোপালগঞ্জ |
পিরোজপুর-গোপালগঞ্জ সড়ক উন্নয়ন ও অসমাপ্ত শেখ লুৎফর রহমান সেতুর এ্যাপ্রোচ সড়ক (বাগেরহাট প্রান্ত) নির্মাণ প্রকল্প |
চিতলমারী |
০৩/১০-১১ |
৪.৮৩৭৫ একর |
প্রাক্কলিত অর্থ পাওয়া গেছে। ক্ষতিপূরণের অর্থ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন |
দখল হস্তান্তরের পর্যায়। |
তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বরিশাল জোন, পবিবো, বরিশাল |
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জন্য একটি নতুন বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ প্রকল্প |
মোল্লাহাট |
০৪/১০-১১ |
০.৩৩ একর |
প্রাক্কলিত অর্থ পাওয়া গেছে। ক্ষতিপূরণ প্রদানের অপেক্ষায় |
দখল হস্তান্তরের পর্যায় |
উপ-সচিব স্বরাষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা |
মোড়েলগঞ্জে কোষ্টাগার্ড ষ্টেশন শরণখোলা স্থাপন |
মোড়েলগঞ্জ |
০৫/১০-১১ |
৫.০০০একর |
ক্ষতিপূরণের অর্থ প্রদানের কার্যক্রম চলামান। |
গেজেট বিজ্ঞপ্তি প্রকাশানর জন্য ফরমস এবং প্রকাশান অফিসে প্রেরণ করা হয়েছে। |
প্রত্যাশীসংসহা |
প্রকল্পেরনাম |
উপজেলারনাম |
এল.একেসনং |
জমিরপরিমাণ |
বর্তমানঅবস্থা/মন্তব্য |
নথির বর্তমান অবস্থা |
ব্যবস্থাপনা পরিচালক, খুলনা ওয়াসা কর্তৃপক্ষ খুলনা |
খুলনা ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় ওয়াটার ইনটেক ফ্যাসিলিটি সংশ্লিষ্ট ভবন ও রাস্তা নির্মাণ প্রকল্প |
মোল্লাহাট |
০৬/২০১০-১১ |
২.৫২১ একর |
ক্ষতিপূরণ প্রদান শুরু করা হয়েছে। ইতোমধ্যে ২৬-০৭-২০১২ তারিখে দখল হস্তান্তর করা হয়েছে। |
গেজটে প্রেরণের অপেক্ষায় |
নির্বাহীপ্রকৌশলী, প্রকল্প বিভাগ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, গোপালগঞ্জ। |
বাগেরহাট পল্লী বিদ্যুৎসমিতির জন্য একটি নতুন বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ প্রকল্প। |
ফকিরহাট |
০৭/১০-১১ |
০.৩৩ একর |
ক্ষতিপূরণের অর্থ পাওয়া গেছে। ০৭(সাত) ধারার নোটিশ জারীর পর্যায় |
------- |
মহাপরিচালক ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা |
মোল্রাহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ প্রকল্প |
মোল্লাহাট |
০১/১১-১২ |
০.৩৩ একর |
চুড়ান্ত অনুমোদনের পর্যায় |
............. |
মেয়র, বাগেরহাট পৌরসভা, বাগেরহাট |
বাগেরহাট পৌরসভার ডাম্পিং প্লেস নির্মাণ |
বাগেরহাট সদর |
০২/১১-১২ |
২.০০ একর |
চুড়ান্ত অনুমোদানের পর্যায় |
................ |
ঐ |
বাস টার্মিণাল সম্প্রসারণ সংক্রান্ত |
ঐ |
০৩/১১-১২ |
৩.৩৯১ একর |
৬ ধারার নোটিশ জরারী পর্যায়। |
------- |
জেলা জজ, বাগেরহাট |
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ(১ম পর্যায়) শীর্ষক প্রকল্প। |
ঐ |
০১/১২-১৩ |
১.৮৮৫০ একর |
৩ ধারার নোটিশ জারীরর পর আপত্তি শুনানী পর্যায় |
|
ব্যব্স্থাপনা পরিচালক সুন্দরবন গ্যাস কোম্পানী লিঃ কাওরান বাজার ঢাকা। |
খুলনা বিভাগের ০৫টি জেলার মধ্যে বাগেরহাট (মোংলাসহ) প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রকল্প। |
বাগেরহাট সদর |
০২/১২-১৩ |
০.৩৩ একর |
৩ ধারার নোটিশ জারীরর পর আপত্তি শুনানী পর্যায় |
|
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS