Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Treasury Branch
Details

পুরাতন কালেক্টরেট চত্তরের ট্রেজারি নামীয় একতলা ভবনেই ট্রেজারি শাখা ।


Citizen Service

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান।

০১।

জুডিশিয়াল, নন-জুডিশিয়াল পোস্টাল কার্টিজ পেপার ও অন্যান্য স্ট্যাম্প

ট্রেজারীচালানের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারী খাতে জমাকৃত টাকার বিপরীতে জুডিশিয়াল ও নন- জুডিশিয়াল স্ট্যাম্প সমূহ জেলা ট্রেজারী হতে জনসাধারণ/ ভোক্তার/প্রতিষ্ঠানের নিকট সরবরাহ করা হয়।

চালান গ্রহণ ও পাশ অফিস চলাকালীন প্রতিদিন ০৯.০০ হতে ৪.০০টা পর্যন্ত

বিতরণ/সরবরাহঃ

প্রতি কার্য দিবসে অফিস চলাকালীন সময়ে।

সবকারী ছুটি বা অন্য কোন কারণে যদি অফিস বন্ধ থাকে তা পরবতী কার্য দিবসে সম্পাদন করা হয়।

০২।

বাংলাদেশ ডাক বিভাগ কর্তক স্মারক ডাক টিকিট প্রাপ্তি স্বীকার সংক্রান্ত

ডাক বিভাগ, ঢাকা হতে স্ট্যাম্প সরবরাহের পর প্রাপ্তি স্বীকারের জন্য ইনভয়েচ প্রেরণ করা হলে যথা সময়ে প্রাপ্তি স্বীকার করা হয়।

০৭(সাত) কার্যদিবস

 

০৩।

রেভিনিউ স্ট্যাম্প

স্থানীয় ডাকঘরের চাহিদা মোতাবেক সংশিষ্ট খাতে ট্রেজারী চালানের বিপরীতে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহ করা হয়।

          -

 

০৪।

পোস্টেজ স্ট্যাম্প

স্থানীয় পোস্ট অফিসের চাহিদা মোতাবেক সংশিষ্ট খাতে ট্রেজারী চালানের বিপরীতে পোস্টেজ স্ট্যাম্প সরবরাহ করা হয়।

          -

 

০৫।

সকল ধরনের স্ট্যাম্পের রক্ষণাবেক্ষণ

ডবল লকের আলমারী ও তাকের উপর সকল ধরনের স্ট্যাম্প যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।

সার্বক্ষণিক

 

০৬।

ট্রেজারী থেকে স্ট্যাম্প সরবরাহ

জমাকৃত চালানের বিপরীতে ডাক বিভাগ, বিভিন্ন প্রতিষ্ঠান, জন সাধারণ ও ভেন্ডারদের ইডেন্ট মোতাবেক স্ট্যাম্পসরবরাহ ও প্রদান করা হয়।

প্রত্যেক কার্য দিবসে

 

০৭।

অন্যান্য বিভাগ কতৃক টেজারীতে মূল্যবান সামগ্রী সংরক্ষণ

অন্যান্য বিভাগের প্রয়োজনে নগদ অর্থ অথবা সীল করা ব্যাগ ইত্যাদি ট্রেজারী রুলস এর এসআর ৫০ বিধি মোতাবেক সংরক্ষণ করা হয়।

          -

 

০৮।

স্ট্রং রুমের নিরাপত্তা বিধান

পি আর বি ২য় খন্ডের ৬৯৫ বিধি এবং ট্রেজারী রুলস ৫২ বিধি মোতাবেক ট্রেজারী নিরাপত্তা বিধান নিশ্চিত করা হয়।

        প্রত্যহ

 

০৯।

জাল স্ট্যাম্প প্রচলন রোধ

জাল স্ট্যাম্প প্রচলন রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয় ।

          -

 

১০।

বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ও মূল্যবান মামলার আলামত সংরক্ষণ।

ক) পরীক্ষা শুরু হওয়ার পূর্ব মূহুত পর্যন্ত বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রসমূহ গালাসীল যুক্ত ট্রাংক ট্রজারীতে সংরক্ষণ করা হয়

 

 

 

 

ক) জেলা প্রশাসক মহোদয়ের  সম্মতি সাপেক্ষে জব্দকৃত মামলার  ও মূল্যবান দ্রবাদি গালাসীলযুক্ত অবস্থায় ট্রেজারীতে সংরক্ষণ করা হয়ে থাকে।

ক) মালামাল নিয়ে আসার ১ ঘন্টার মধ্যে ট্রেজারী অফিসার ডবল লকে সংরক্ষণ করেন।

খ)মালামাল সরবরাহের ক্ষেত্রে অন্তত ১ দিনে পূর্বে অবহিত করার পরবর্তী কার্য দিবসে ট্রেজারী অফিসার মালামাল সরবরাহ করেন।

যদি কোন কারণে সংশিষ্ট অফিস তাদের রক্ষিত মালামাল সমূহ নিতে ব্যর্থ হয় তাহলে সংশিষ্ট অফিসের পুনরায় চাহিদা পত্র মোতাবেক পুনঃ নিধারিত তারিখে অনুসারে মালামাল সরবরাহ করা হয়।


Current Project

0


Duties

কার্যক্রমঃ                             (১) বিভিন্ন প্রকারের ষ্ট্যাম্প বিক্রয়/বিতরণ

 

(২) বিভিন্ন প্রকারের পরীক্ষার প্রশ্নপত্র/উত্তরপত্র গ্রহণ,সংরক্ষন ও

     বিতরন।


Contact
জেলা পাশাসকের কার্যালয়,বাগেরহাট।
Others

0


Staffs
Acting Officer